সূর্য উৎসব

এবারের স্থান থানচির রেমাক্রি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 01:24 PM
Updated : 26 Dec 2014, 12:18 PM

ইংরেজি নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি বাংলাদেশের অপ্রচলিত বা জনপ্রিয় নয় এমন জায়গাগুলোতে  বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন সূর্য দেখবার বাসনা নিয়ে বেড়াতে যায়। নতুন নতুন জায়গার সঙ্গে নতুন বন্ধু গড়ে ওঠায় পূর্ণ হয় এই সূর্য উৎসব।

প্রতিবারের মতো এবারও সূর্য উৎসবের আয়োজন করেছে তারা। এবারের স্থান বান্দরবানে থানচির রেমাক্রি।

৮ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে যে কেউ এই অভিযানে অংশ নিতে পারবেন।

৩০ ডিসেম্বর ২০১৪ মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর কলাবাগান থেকে যাত্রা শুরু। আর যাত্রা শেষ জানুয়ারি ২০১৫ শনিবার। যোগাযোগ: ০১৭১১১৮৭৫৫৫।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন কোন ভ্রমণ সংগঠন নয়, তাই সমস্ত আয়োজনে থাকবে অব্যবস্থাপনার ছাপ। আপনাকে যেতে হবে এসব কিছুকে মেনে নিয়ে।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মশহুরুল আমিন ভাষায়, “আমরা বলি, সূর্য উৎসব’য়ের উদ্যোক্তা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন। কিন্তু এর আয়োজক আপনি আমি আমরা।”

২০০১ সাল থেকে নিয়মিতভাবে সূর্য উৎসব এর আয়োজন করে আসছে এই সংঘ।