কোকোনাটস্টার্ড

কোকোনাট বিস্কুট খেতে অনেক মজা। আর সেই বিস্কুটের সঙ্গে আম মিলিয়ে স্ন্যাকস, যে কোনো আড্ডায় জমবে বেশ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 04:34 PM
Updated : 22 Sept 2014, 06:50 AM

উপকরণ

'গোল্ডমার্ক' কোকোনাট কুকিজ ৩ পিস। প্লেন কেক (টুকরো করে কাটা) ১ পিস। কাস্টার্ড ২ টেবিল-চামচ। আম (কিউব করে কাটা) ২ টেবিল-চামচ।

পদ্ধতি

প্রথমে একটি আইসক্রিমের বাটিতে টুকরা করে কাটা প্লেইন কেক বিছিয়ে নিন। এরপর কাস্টার্ড দিন।

কাস্টার্ডের উপর 'গোল্ডমার্ক' কোকোনাট কুকিজ, বাইট সাইজে ভেঙে নিয়ে ছড়িয়ে দিন। তার উপর কিউব করে কাটা আমের টুকরাগুলো দিয়ে, উপরে কোকোনাট কুকিজ সাজিয়ে পরিবেশন করুন।

যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়, তাহলে www.youtube.com/GoldMarkFoods‘এ গিয়ে ‘কোকোনাটস্টার্ড’ বানানোর পদ্ধতি বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন।

ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকলে ইউটিউব পেইজ www.youtube.com/GoldMarkFoods‘এ গিয়ে সাবস্ক্রাইব করুন। আর উপভোগ করুন আমাদের অন্যান্য ভিডিওগুলো।

গোল্ডমার্ক বিস্কুট ও কুকিস দিয়ে আপনার মজার মজার রেসিপি থাকলে, আপনার রেসিপির ছবিসহ ম্যাসেজ করুন www.facebook.com/GoldMarkFoods’এ গিয়ে গোল্ডমার্ক’এর ফেইসবুক পেইজে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

এছাড়া আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটাও গোল্ডমার্ক’য়ের ফেইসবুক পেইজে শেয়ার করতে পারেন।

(Advertorial)