ইয়ো ইয়ো ইয়াম্মারস

চায়ে ডুবিয়ে বিকেলের নাস্তায় বিস্কিট খেতে বেশ লাগে। বাঙালির এই চিরায়ত অভ্যেসের বাইরে গিয়ে বিস্কিট দিয়ে নতুন স্বাদের খাবার তৈরি করে অন্যকে চমকে দিন। চকলেট স্বাদের ইয়ো ইয়ো বিস্কিট দিয়ে তৈরি করতে পারেন মজাদার খাবার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 05:16 PM
Updated : 30 Sept 2014, 04:29 AM

উপকরণ

ইয়ো ইয়ো বিস্কিট ১ প্যাকেট। ক্রিম চিজ ৬ টেবিল চামচ। মারসমেলো ২ কাপ। দুধ আধা কাপ। চিনি আধা কাপ।

পদ্ধতি

প্রথমে এক প্যাকেট ইয়ো ইয়ো বিস্কিট  গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে রাখুন। একটি বাটিতে যথাক্রমে ক্রিম চিজ, দুধ, মারসমেলো ও চিনি দিয়ে একসাথে মেশান। এর পর একটা গ্লাস এ প্রথমে এক লেয়ার গ্রাইন্ড করা ইয়ো ইয়ো রাখুন। তার উপর ক্রিম চিজ ও মারসমেলোর মিশ্রনটি ঢালুন। তারপর আবারো ইয়ো ইয়ো বিস্কিটের গুড়োর লেয়ার দিয়ে তার উপর ক্রিম ও মারসমেলো দিয়ে ডেকোরেট করে পরিবেশন করুন!

যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়, তাহলে www.youtube.com/GoldMarkFoods এ গিয়ে ইয়াম্মারস বানানোর পদ্ধতি বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন। গোল্ডমার্ক বিস্কিট ও কুকিস দিয়ে আপনারও মজার মজার রেসিপি থাকে তাহলে আপনার রেসিপির ছবিসহ ম্যাসেজ করুন

www.facebook.com/GoldMarkFoods এ গিয়ে গোল্ডমার্ক এর ফেইসবুক পেইজে।