জোকস

>> সাগর আশরাফবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 09:21 AM
Updated : 1 Sept 2014, 09:21 AM

স্কুলে যাব না

ছেলে- বাবা, আমি আর স্কুলে যাব না।

বাবা- কেন? আর স্কুলে যাবে না কেন?

ছেলে- আরে, আমাদের স্যার তো কিচ্ছু পারে না, খালি আমাদেরকেই পড়া ধরে!

সংগ্রহে: উম্মে মাবরূরা উমামা, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা

হাউ মাছ!

সেদিন এই কাঁচা বাজারে এলেন এক বিদেশি। ঘুরতে ঘুরতে গেলেন সেখানে, যেখানে মাছ নিয়ে বসে ছিল মাছবিক্রেতারা। একটা মাছ দেখে তার খুব লোভ হল। ভাবলেন, মাছটি কিনবেন। কিন্তু তিনি তো আর বাংলা জানেন না। অনেক চিন্তা করে, শেষে ইঙ্গিতে মাছটি দেখিয়ে মাছবিক্রেতাকে জিজ্ঞেস করলেন, হাউ মাচ? যার বাংলা মানে কি না, দাম কত?

মাছবিক্রেতা তো আর ইংরেজি জানে না। কিন্তু ইঙ্গিত দেখে বুঝল, ওই মাছটির কথাই বিদেশি ভদ্রলোক জিজ্ঞেস করছে। হাসি হাসি মুখ করে বলল, না না, এটা হাউ মাছ না, রুই মাছ!

সংগ্রহে: শুভ মজুমদার, পাথরঘাটা, চট্টগ্রাম

সাদা চুল

ছেলে: বাবা, তোমার চুল সাদা কেন?

বাবা: তুমি যে পড়াশুনা কর না! সেই চিন্তায় চিন্তায় আমার চুল পেকে সাদা হয়ে গেছে।

ছেলে: তাই তো বলি, দাদার চুল কেন এত সাদা!

সংগ্রহে: মোঃ রাকিবুল ইসলাম, চাটখিল, নোয়াখালি