হাড়কিপ্টে!

রফিক সাহেবকে চেন? আমাদের পাশের বাড়িতে থাকেন। যাকে বলে হাড়কিপ্টে। সেদিন দেখি, উনি তার ছেলেকে মারছেন। দেখে আমার বাবার খুব খারাপ লাগল। বলো, ছোটদের গায়ে হাত তোলা কি ঠিক? দেখে আমার আব্বু গিয়ে বললেন, ভাই, ছেলেটাকে এত মারছেন কেন?

কিডজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 10:09 AM
Updated : 17 July 2014, 10:10 AM

- মারব না? বলেছিলাম, সিঁড়ি দিয়ে চারতলায় ওঠার সময়, একটা করে ধাপ ছেড়ে ছেড়ে উঠতে। তাতে চটি জোড়া ক্ষয় হবে কম, টিকবে বেশিদিন। তা উনি আবার এককাঠি বেশি সরেস কিনা, উনি একেকবারে দুটো করে ধাপ ছেড়ে ছেড়ে উঠতে গেছেন।

- তা তো ভালোই করেছে। চটি জোড়া তো এতে আরও কম ক্ষয় হয়েছে।

- তা হয়েছে। কিন্তু দুই ধাপ ছেড়ে উঠতে গিয়ে যে ও প্যান্টটাই ফাটিয়ে এনেছে!

সংগ্রহে: আক্তার ইউ জামান, ঢাকা।

গর্দভ কোথাকার!

শিক্ষক: বলো তো সুমন, চিড়িয়াখানায় বাঘ কী খায়?

সুমন: চিড়া খায়, স্যার।

শিক্ষক: (রেগে গিয়ে) গর্দভ কোথাকার!

সুমন: এটা তো সহজ স্যার, আফ্রিকার।

শিক্ষক: (আরো রেগে গিয়ে) তোমার মাথায় কি আদৌ কিছু আছে?

সুমন: জি স্যার, চুল।

সংগ্রহে: সজীব, টঙ্গী, গাজীপুর।

পালাতে না পারে যাতে...

১ম বন্ধু: বল তো, বক্সিং রিংয়ের চারপাশে দড়ি দিয়ে ঘেরা থাকে কেন?

২য় বন্ধু: যাতে একজন আরেকজনকে ঘুষি দিয়ে যাতে পালিয়ে যেতে না পারে!

সংগ্রহে: তাইসীর আলম, চুয়াডাঙ্গা।