মজার পড়া তিনটি ছড়া

তোমাদের জন্য মজাদার তিনটি ছড়া লিখেছেন রেবেকা ইসলাম।

>> রেবেকা ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2014, 10:16 AM
Updated : 15 July 2014, 10:16 AM
পুতুলমণির জন্যও চাই

কী হয়েছে খুকুমণির

কে দিয়েছে গাল?

পুতুল কোলে বসে আছে

চক্ষু কেন লাল?

গাল ফুলিয়ে উল্টে ঠোঁট

বলল খুকু মাকে

ঈদের কাপড় কিনে সবাই

আমায় শুধু ডাকে।

সবার মুখে একই কথা,

কোথায় পাজি বুড়ি?

এই দেখো না তোর জন্য

রঙিন ফ্রক চুড়ি,

বাবা দিল, ফুপি দিল

তিনটে দিল মামা

পুতুলমণির জন্যও চাই

রঙিন দুটো জামা।

জাপানি সেই কুকুর

হেঁচকি তুলে কাঁদছে কেন

কী হয়েছে খুকুর?

কেঁদে কেঁদেই ভরবে বুঝি

কদমতলীর পুকুর।

আনল খবর মেজোভাবি

খুকুমনির একটি দাবি;

মেলা থেকে চাই যে তার

যেমন আছে টুকুর ..

চাবি দিলে ঘেঘেউ করে

জাপানি সেই কুকুর।

তিয়াশার রুটি বানানো

আজ ইশকুল ছুটিরে ভাই

আজ ইশকুল ছুটি

সকাল থেকে তিয়াশামণি

বানাচ্ছে যে রুটি।

মেলা থেকে কিনেছে সে

বেলনা পিড়া দুটি।

রুটিটা গোল হয় না মোটে

ডানে চাপলে বাঁয়ে ছোটে;

একটা হলে কুমড়ো পাতা

একটা মোরগঝুঁটি।

আম্মু এসব দেখে কেবল

হেসেই কুটিকুটি!