আমি আর স্কুলে যাব না

>> হাসানুজ্জামান তমালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2014, 08:19 AM
Updated : 14 July 2014, 08:19 AM

ছেলে-- বাবা, আমি আর স্কুলে যাব না।

বাবা-- কেন? আর স্কুলে যাবে না কেন?

ছেলে-- আরে, আমাদের স্যার তো কিচ্ছু পারে না, খালি আমাদেরই পড়া ধরে!

সংগ্রহে: উম্মে মাবরূরা উমামা, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা

সব বিক্রি করে দিয়েছি

মালিক-- দোকানে যে পঁচা ঘি-টুকু ছিল, ওগুলোর কী হল?

কর্মচারী-- বিক্রি করে দিয়েছি।

মালিক-- ভালো ভালো। আর মেয়াদ শেষ হয়ে যাওয়া আটার প্যাকেটগুলো?

কর্মচারী-- ওগুলোও বিক্রি করে দিয়েছি।

মালিক-- পঁচা ডিমগুলো?

কর্মচারী-- সব বিক্রি করে দিয়েছি স্যার।

মালিক-- খুব ভালো। তা এত কিছু কার কাছে বিক্রি করলি?

কর্মচারী-- সব জাহাঙ্গীর স্যারের কাছে। স্যার কিচ্ছু টের পায় নাই।

মালিক-- হায় হায়! করেছিস কী! আজকে যে জাহাঙ্গীর স্যারের বাড়িতে আমারই দাওয়াত!

সংগ্রহে: হাসানুজ্জামান তমাল, চুয়াডাঙ্গা