জোনাকিরা

আলোর পাখি নাম জোনাকি জাগি রাতের বেলা, নিজকে জ্বেলে এই আমাদের ভালোবাসার খেলা।

>> আহসান হাবীববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2014, 10:08 AM
Updated : 11 July 2014, 11:28 AM

তারা         একটি দুটি তিনটি করে এলো

তখন         বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,

তারা         একটি দুটি তিনটি করে এলো।

               থইথইথই অন্ধকারে ঝাউয়ের শাখা দোলে

সেই          অন্ধকারে শনশনশন আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে,
ঝাউয়ের শাখা, পাখির পাখা উঠছে কেঁপে কেঁপে ।

তখন         একটি দুটি তিনটি করে এসে
একশ’ দুশ’ তিনশ’ করে ঝাঁক বেঁধে যায় শেষে।

তারা         বললে ও ভাই, ঝাউয়ের শাখা, বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছ নাকি?

যখন         বললে, তখন পাতার ফাঁকে কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায় একটুখানি আলো।

যখন         ছড়িয়ে গেলো ডালপালাতে সবাই দলে দলে

তখন         ঝাউয়ের শাখায়, পাখির পাখায় হীরেমানিক জ্বলে।

যখন         হীরে-মানিক জ্বলে

তখন         থমকে দাঁড়ায় শীতের হাওয়া চমকে গিয়ে বলে--
খুশি খুশি মুখটি নিয়ে তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা?
আলোর পাখি নাম জোনাকি জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের ভালোবাসার খেলা।
তারা নইকো-- নইকো তারা নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই ভালোবাসার সাধ।