এই শহরের বর্ষা

জষ্ঠ্যি যেতে না যেতে ফের ঢাকায় এল বর্ষা

>> রহীম শাহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2014, 10:00 AM
Updated : 6 July 2014, 10:00 AM

কাল সারারাত বৃষ্টি ছিল সকাল হতে হতে;

আকাশটা কেউ ধু’ল যেন চারদিকে সব ফর্সা

তবু সবাই বন্দি ঘরে, কোমর পানি পথে।

নাকটা তুলে পুরো শহর তলিয়ে গেছে জলে

মাগুর মাছের দল ছুটছে মালিবাগের মোড়ে;

বাস-মিনিবাস হারিয়ে গেছে নোংরা জলের তলে

অফিসমুখো লোকের মাথা চড়কি হয়ে ঘোরে।

তুরাগ-বুড়িগঙ্গা হল অনেক বড়, কাজেই

নৌকাগুলো ছুটতে থাকে উজান-ভাটার স্রোতে

ব্যবসাপাতি, অফিস-টফিস চলবে এরই মাঝেই

মানুষগুলো আটকে আছে খিলগাঁ-বাসাবোতে।

নৌকা ছোটে, নৌকা ছোটে-দিলখুশা-পল্টন,

সাফ-সুতরো হয়ে গেল নর্দমা-ডাস্টবিন,

বৃষ্টিজলে ময়লা ভাসে লক্ষ-কোটি টন,

ঘরবাড়িতেই পাওয়া যাবে এগুলো পরদিন।

মাত্র দুদিন বৃষ্টি হলেই যায় তলিয়ে ঢাকা

দিক থেকে ওই দিগন্তরে জল থইথই করে

মার্কেট এবং দোকাপাটও এক্কেবারে ফাঁকা

ঢাকা আবার ঢাকা হবে আর কটা দিন পরে।