ব্যাঙ নিয়ে তিন গল্প

লেভ তলস্তয় ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তার গল্পগুলো নিয়মিত প্রকাশ হচ্ছে। গল্পগুলো মজার, অথচ শিক্ষণীয়।

>> সামিন ইয়াসারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2014, 09:54 AM
Updated : 5 July 2014, 09:54 AM
ব্যাঙদের রাজা চাই

একবার ব্যাঙদের মধ্যে ঝগড়া শুরু হল। কেউ-ই আর তার মীমাংসা করতে পারে না। তখন তারা ভাগবানকে গিয়ে বলল, “আমাদের একজন রাজা দাও।”

এমন সময় হঠাৎ তাদের সরোবরের নিকটবর্তী এক গাছের ডাল ভেঙে পড়ল ওই সরোবরে।

“এই আমাদের রাজা!” বলে ছুটে গেল ব্যাঙরা।

ডালটি কাদায় মাখামাখি হয়ে সেখানে চুপচাপ পড়ে রইল। ব্যাঙরা সাহস পেয়ে ওই ডালে সাঁতার কেটে তাতে লাফালাফি শুরু করে দিল। কিন্তু ব্যাঙরা দেখল যে তাদের শান্ত রাজা তাদের কিছুই বলছে না। তখন তারা আবার অন্য রাজার জন্য প্রার্থনা করতে লাগল।

এমন সময় এক বক সেই সরোবরের উপর দিয়ে উড়ছিল এবং সে সেখানে নামল। ব্যাঙরা খুব খুশি হয়ে বলতে লাগল, “দেখো, দেখো, আমাদের আসল রাজা এসেছেন, এবার যিনি আমাদের সমস্ত কলহের নিষ্পত্তি করে দেবেন।”

কিন্তু বক যখন একটা একটা করে ব্যাঙ ধরে খেতে লাগল তখন তারা বুঝল আগের সেই শান্ত ও সাদামাটা রাজাই ছিল ভালো।

ষাঁড় ও ব্যাঙ

একবার এক ষাঁড় এক হ্রদের ধারে গেল, যেখানে অনেক ব্যাঙের ছানা। এক ষাঁড় একটি ব্যাঙকে মাড়িয়ে ফেলে। অন্য ব্যাঙগুলো তখন ঝাঁপ দেয় জলে।

একটি ব্যাঙের বাচ্চা তার মায়ের কাছে গিয়ে বলল, “মাগো মা, আজ আমি এক ভয়ঙ্কর জীব দেখেছি।”

মা বলল, “কেমন সে? আমার চেয়েও বড়?”

“অনেক অনেক বড়।”

বুড়ো ব্যাঙ তখন নিজেকে ফুলিয়ে বলল, “এখন?”

“আরও বড়।”

মা ব্যাঙ তখন নিজেকে আরও বেশি ফোলাল।

“এর থেকেও বড়?”

“বড়, তুমি নিজেকে যতই ফোলাও না কেন কখনও তুমি ষাঁড়ের সমান হতে পারবে না।”

বুড়ো ব্যাঙ এই কথা শুনে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে এত ফোলাতে গেল, যে শেষ পর্যন্ত ফটাস করে ফেটে মারা গেল।

খরগোশের দল ও ব্যাঙেরা

খরগোশের দল নিজেদের জীবন সম্বন্ধে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল, “মানুষ, কুকুর, ঈগল ও অন্যান্য জন্তুর শিকার হবার ভয়ে আমরা অস্থির। এমন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এসো, সবাই মিলে আমরা একসঙ্গে ডুবে মরি।”

খরগোশেরা হ্রদের ধারে ছুটে গেল ডুবে মরতে। ব্যাঙ খরগোশদের আওয়াজ পেয়ে ঝপাং করে জলে ঝাঁপ দিল।

এই না দেখে এক খরগোশ বলে উঠল, “দাঁড়াও দাঁড়াও! কেউ ডুবে মরার চেষ্টা করো না। ব্যাঙদের দেখো! তাদের কঠিন জীবন। আমাদের চেয়েও করুণ, কেন না তারা আমাদেরও ভয় পায়।”

লেভ তলোস্তয়ের গল্প অবলম্বনে