মজার পড়া তিনটি ছড়া

গান গায় টুনটুনি গুনগুনি, গুনগুনি।

>> রেজিনা ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2014, 11:58 AM
Updated : 29 June 2014, 11:58 AM
ফিঙে পাখি

সর্ষে পাতা, উলুক-ঝুলুক

বেন্না পাতায় মৌ,

ফিঙে পাখির ডান্ডা খেয়ে

কাদঁছে ফিঙের বউ !

ইলিক পাতা, ঝিলিক পাতা

সজনে পাতায় কাঁটা,

গোসসা করে বউ দিয়েছে

বাপের বাড়ি হাঁটা।

দাদুর টাক

মুমুর দাদুর, মাথায় বড়, টাক ছিল

টাকের উপর, বসা দুইটা, কাক ছিল !

কা-কা করে তারা ভীষণ, ডাক ছিল--

মুমুর দাদু, দুরো দুরো হাঁকছিল।

টুনটুনি

টুনটুনি, টুনটুনি

গান গায় গুনগুনি,

পাশে বসে তবলায়

বোল তোলে মুনমুনি।

কানা বগি নেয় তুলে

একতারা ঝুনঝুনি!

গান গায় টুনটুনি

গুনগুনি, গুনগুনি।