ইচিং-বিচিং পেত্নি

>> রেবেকা ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2014, 08:08 AM
Updated : 27 June 2014, 08:08 AM

ইচিং-বিচিং পেত্নি বুড়ি

দেখতে যদি চাও

মধ্যরাতে দ্বি-প্রহরে

কেওড়াতলায় যাও।

কেওড়াতলার শেওড়া শাখে

ইচিং-বিচিং পেত্নি থাকে;

সঙ্গে থাকে আটুল-বাটুল

শ্যামলা ছটি ছাও

পাঁচটি তার নিজের ছানা

একটি নাকি ফাও।

সন্ধে হলেই পেত্নি রাঁধে

রান্ধে আর সুরটি বাঁধে,

বিন্নি পচা ভাতের সাথে

শুক্তো দিয়ে জাও

খাওয়া শেষে আসবে নেমে

ঘুরবে সারাগাঁও।