কী পড়বে: ‘ছোটদের প্রিয় ছড়াগুলি ’

লুৎফর রহমান রিটনের ১৩৭টি ছড়া একাট্টা করে বইটি প্রস্তুত করেছেন আমীরুল ইসলাম। প্রচ্ছদ এঁকেছেন হাশেম খান।

>> রবিউল কমলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2014, 10:01 AM
Updated : 26 May 2014, 10:01 AM

বই: ছোটদের প্রিয় ছড়াগুলি

লেখক: লুৎফর রহমান রিটন

প্রচ্ছদ: হাশেম খান

প্রকাশক: বাংলাপ্রকাশ

প্রথম প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা ২০০৮

মূল্য: ১২০ টাকা

‘ছোটদের প্রিয় ছড়াগুলি’র প্রচ্ছদ এঁকেছেন হাশেম খান। আর যে সুন্দর হয়েছে সেই প্রচ্ছদটা! দেখলেই হাতে নিয়ে পড়তে ইচ্ছে করে। আর লুৎফর রহমান রিটনের ছড়া পড়ে দেখার লোভ সামলানো কি সোজা কথা! গপাগপ পড়ে ফেলতে ইচ্ছে করে। বইটিতে তার মোট ১৩৭টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়াই ছোটদের জন্য লেখা হয়েছে। ভীষণ মজার ছড়া একেকটা।

কয়েকটি ছড়া আকারে একদমই ছোট। মোটে ৪ লাইন। এই ‘নোয়াখালী’ ছড়াটি যেমন।

‘নিমের পাতা শিমের পাতা

ব্যাঙার মাথায় রঙিন ছাতা

রঙিন ছাতায় তিন শ তালি

যাচ্ছে ব্যাঙা নোয়াখালী।’

এমনি ৪ লাইনের ছোট্ট আরেকটি ছড়ার নাম ডাক্তার।

‘আজগুবি ডাক্তার

হাদারাম ঘোষ

চুলকানি হলে কয়-

মোমবাতি চোষ।’

আবার ‘ম্যাট্রিকে হ্যাট্রিক’ ছড়ার পাঁচুরাম ওরফের পটলার গল্প তো আরও মজার--

মুরগির ডাক শুনে পটলা যে হয় ফিট

একগজ লম্বাকে বলে সাড়ে নয় ফিট

*** *** ***

এই নিয়ে দুইবার দিয়েছে সে ম্যাট্রিক

আগামী বছর হবে নির্ঘাত হ্যাট্রিক।

‘হরিদাস পাল’ ছড়াটির শেষ আবার কষ্টের--

‘সেই ঝাল খাওয়া তার কাল ছিল

বেঁচে নেই আজ, গতকাল ছিল।’

‘আইকম এলাটিং’ ছড়াটি মজা আবার অন্য রকম--

‘আইকম বাইকম

ইশকুলে যাই কম

বছরের শেষে তাই

প্রমোশন পাই কম

*** *** ***

এলাটিং বেলাটিং

ফুটবল খেলাটিং

হেরে গিয়ে খেতে হয়

পাটকেল ঢেলাটিং

এলাটিং বেলাটিং।’

আরেকটি ছড়ার নাম ‘সাতজন বীরশ্রেষ্ঠ’। নাম শুনেই তো বোঝা যাচ্ছে, এটা সাতজন বীরশ্রেষ্ঠদের নিয়ে রচিত। এই ছড়াটি মুখস্থ করলে তোমাদের সাত বীরশ্রেষ্ঠ-র নামও মুখস্থ হয়ে যাবে। কাজেই পুরো ছড়াটি এখনই মুখস্থ করে ফেলতে পার--

‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ

রুহুল আমিন, কামাল

বাংলাদেশের সোনার ছেলে

একাত্তরের দামাল।

রউফ, হামিদুর, মহিউদ্দিন

এবং মতিউর

জীবন দিয়ে শুনিয়ে গেল

স্বাধীনতার সুর।’

লুৎফর রহমান রিটনের এমনি মজার মজার সব ছড়ার সংকলন এই ‘ছোটদের প্রিয় ছড়াগুলি’। আর মজার সব ছড়াগুলি একাট্টা নিয়ে এই বইটি প্রস্তুত করেছেন আরেক ছড়াকার আমীরুল ইসলাম। সব মিলিয়ে বইটি সংগ্রহে রাখার মতোই একটি বই।