একটি কবিতা

একটি কবিতা রেখে যাবে ঋণ স্বাধীনতামাখা স্বর্ণালি দিন ।

>> স.ম. শামসুল আলমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2014, 10:49 AM
Updated : 25 March 2014, 10:49 AM

একটি কবিতা রেখে যাবে ঋণ

স্বাধীনতামাখা স্বর্ণালি দিন

আকাশের ঘুড়ি কত না রঙিন

ছাব্বিশে মার্চ পালন,

কত ব্যথা, কত সুখ-আনন্দ

বুকের ভেতরে লালন।

একটি কবিতা লাল ইতিহাস

মাথার উপরে বিশাল আকাশ

কত কথা অফুরান--

একটি কবিতা তিরিশ লক্ষ

প্রাণের আত্মদান।

যুদ্ধজয়ের এই কবিতাটি

বাঙালি জাতির প্রাণ

কত হাসি-গানে মুখরিত মন

উর্বর মাটি নদী পাখি বন

ফুল-ফসলের ঘ্রাণ।

একটি কবিতা সারাটি জীবন

পাঠ করে হয় শেষ?

যার শিরোনাম ‘বঙ্গবন্ধু’

অথবা ‘বাংলাদেশ’।