ছন্দ এবং মিল

খোকা-খুকু সবাই জানে ছন্দ এবং মিল কী-- ঘুমের আগে থামলে ছড়া পিচ্চি লাগায় চিল্কি।

>> আবিদ আনোয়ারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2013, 10:08 AM
Updated : 25 August 2013, 10:08 AM

খোকা-খুকু সবাই জানে ছন্দ এবং মিল কী--

ঘুমের আগে থামলে ছড়া পিচ্চি লাগায় চিল্কি।

দোলনা এবং মায়ের কোলে শিশুও খোঁজে ছন্দ,

ছন্দে কাশে যক্ষারোগী বৃদ্ধ রামানন্দ।

ছন্দে হাঁটেন সেনাপতি এবং যত সোলজার--

মিল খোঁজে না কেবল সে-ই মাথায় বিষম গোল যার।

ছন্দে নাচে প্রজাপতি, হরিণছানা, টমটম,

ছন্দছাড়া জীবন যাদের ঘুমায় তারা কমকম।