মহাপ্রাচীরের গল্প

পৃথিবীতে একটা দেশ আছে, যে দেশ দেয়াল দিয়ে ঘেরা-- চীন। দেশটির পুরো উত্তর সীমান্ত দেয়াল দিয়ে ঘেরা। ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি পরিচিত ‘চীনের মহাপ্রাচীর’ নামে।

শান্তা মারিয়া বিডিনিউজটোয়েন্টিফরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2013, 06:57 AM
Updated : 7 July 2013, 06:57 AM

তোমরা কি কখনও দেয়াল টপকে স্কুল পালানোর কথা ভাব? এমন কাজ না করাই ভালো। স্কুল বা বাড়ির চারপাশে দেয়াল থাকে। দেয়াল থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের চারপাশেও। যেন কেউ হঠাৎ ঢুকে পড়তে না পারে, সে জন্যই বাড়ির চারপাশে দেয়াল দেওয়া। দেয়াল থাকে জেলখানার চারপাশেও। সে ভীষণ উঁচু দেয়াল। যাতে কয়েদিরা পালিয়ে যেতে না পারে সে জন্য এমন ব্যবস্থা। এমন একটা দেশও কিন্তু আছে, যে দেশ দেয়াল দিয়ে ঘেরা; সে দেশটির নাম চীন।

আকৃতির দিক থেকে বিশাল একটি দেশ। দেশটির পুরো উত্তর সীমান্ত দেয়াল দিয়ে ঘেরা। ২১ হাজার ১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি পরিচিত ‘চীনের মহাপ্রাচীর’ নামে। ছোটখাটো দেয়াল নয়, সে প্রাচীর ভীষণ উঁচু। আর এত চওড়া যে, পাঁচজন ঘোড়সওয়ার পাশাপাশি যেতে পারে। পাহাড়ের উপর দিয়ে এই দেয়াল তৈরি করা হয়েছিল অনেক আগে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)