জেনে রাখা ভালো: দুধ

১ দুধের প্রধান উপাদান মূলত ২টি- ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এই ক্যালসিয়াম হাড়কে শক্ত আর দাঁতকে মজবুত করতে সাহায্য করে। অন্যদিকে, ভিটামিন ডি হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2013, 09:11 PM
Updated : 2 Feb 2013, 10:17 PM

দোয়ানোর সময় দুধ কিন্তু যথেষ্টই গরম থাকে, ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ মজা দেখ, সেটা সংরক্ষণ করতে হয় খুবই ঠা-া স্থানে, মোটে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।

তুমি যদি কোন গরুর থেকে ১০ লিটার দুধ চাও, তাকে প্রতিদিন ২০ লিটার পানি খাওয়াতে হবে। মানে, দুধ বানাতে দ্বিগুণ পানি লাগে!

ডাক্তারদের মতে, প্রত্যেক মানুষের দিনে ২ গ্লাস দুধ খাওয়া উচিত।

সাধারণ দুধ আর চকলেট দুধের মূল উপাদানে তেমন কোনো পার্থক্য নেই। কেবল চকলেট দুধে কিছু ক্যালরি বেশি থাকে, যেগুলো চকলেট দুধের স্বাদকে মিষ্টি বানিয়ে দেয়।