ঝিঁঝি আর জোনাক মেলা

ঝিঁঝি আর জোনাক মেলা

আবু আফজাল সালেহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 10:27 AM
Updated : 5 Oct 2018, 10:27 AM

ঝিঁঝি পোকা সন্ধ্যাকালে

মিষ্টি মিষ্টি ডাকে

আগান বাগান বাড়ির পাশে

আনাচ কানাচ বাঁকে।

জোনাক যেন পথদিশারি

মিটমিটিয়ে জ্বলে

পথ দেখাতে ঝিঁঝি পোকার

আলো আলো খেলে।

ঝিঁঝি পোকা জোনাকি আর

আলো সুরের খেলায়

হৃদয় আমার যায় হারিয়ে

বন-বাদাড়ের মেলায়।

হোঁতকা বিড়াল

হোঁতকা বিড়াল আছে মিমির

শোনে কম কানে

চলতে বললে বামের দিকে

মুখ ঘুরায় ডানে।

রাতের বেলায় যায় না দেখা

দেখতে বেশ কালো

অন্ধকারে গোল্লা গোল্লা

দুটো চোখে আলো।

বিড়ালটি তো হুলো বিড়াল

আছে বেশ শক্তি

মিউঁ মিউঁ ডাকের সাথে

মিমির করে ভক্তি।

হুক্কাহুয়া ডাকের সাথে

ইয়া বড়ো পুকুর আছে

তুসি মণি পুষিদের

পুকুর পাড়ে আখের ক্ষেতে

বাসা আছে শিয়ালের।

হুক্কাহুয়া হুক্কাহুয়া

শিয়ালেরা ডাকে বেশ

শীতের রাতে বেড়ে থাকে

জোরে ডাকে রাতের শেষ।

লেপের নিচে দু’পা রেখে

মা-দাদি গপ্পো শোনায়

মা-শিয়ালে ছানাকে কয়

রাত শেষে কাঁথা সেলাই।

হুক্কাহুয়ার জোরসে ডাকে

তুসিমণি পেয়ে ভয়

দাদির বুকে নেয় জড়িয়ে

আচমকা ভয় করতে জয়।

শরতের প্রকৃতি

বর্ষা শেষে এলো শরৎ

ধান শালিকের দেশে

শুভ্রসাদা নীল আকাশে

সাদা মেঘে ভেসে!

শিউলি ফোটে থরে থরে

শিশিরভেজা পথে

ছেলেমেয়ে যায় হারিয়ে

কাশবনের সাথে!

উড়ে সাদা শুভ্রবকে

নীল আকাশ ঝিলমিল

নদী-বিলে মাছে ভরা

রোদ পেয়ে কিলবিল!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!