বুদবুদ হবে আজ্ঞাবহ

স্থির বিদ্যুতের একটা দারুণ শক্তি আছে সেটা আমরা জানি কি? স্থির বিদ্যুৎ’র ঋণাত্মক চার্জ থাকে যা কোনো বস্তুকে তার দিকে আকর্ষণ করোতে পারে।

>>মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 08:50 PM
Updated : 2 June 2017, 08:50 PM

আজকে আমরা একটা বুদবুদকে স্থির বিদ্যুৎ ব্যবহার করে এক দিকে থেকে আরেকদিকে টেনে নিয়ে যাব।

আমাদের যা যা লাগবে—

১। সাবানের পানি

২। কাচের একটা মসৃণ তল (হতে পারে টেবিলের উপর)

৩। বুদবুদ ফোলানোর জন্য স্ট্র

৪। প্লাস্টিকের একটা দণ্ড

যেভাবে করব—

১। প্রথমেই কাচের তলে সাবান পানি খানিকটা ঢেলে দিব।

২। স্ট্র দিয়ে তলের সাবানের পানিতে বুদবুদ ফোলাব। এরকম দুই তিনটা বুদবুদ ফুলিয়ে রেখে দিব।

৩। প্লাস্টিকের দণ্ড (শুষ্ক স্ট্রও হতে পারে সেটা) আরেকটি শুষ্ক শুষ কাপড় দিয়ে খুব করে ঘষে নিতে হবে।

৪। প্লাস্টিকের শুষ্ক স্ট্রতে শুষ্ক কাপড় ঘষার ফলে এতে ঋণাত্মক চার্জের উদ্ভব হবে এতে এখন প্লাস্টিকের স্ট্রটি বুদবুদের কাছে নিয়ে গেলে বুদবুদ স্ট্রয়ের গায়ের সঙ্গে লাগার চেষ্টা করবে। যতগুলো বুদবুদ আছে সবগুলো বুদবুদ স্ট্রয়ের দিকে ছুটে আসবে। আর আমরা সহজেই স্থির বিদ্যুতের শক্তি টের পেয়ে যাব।