পার্টি পপার

পার্টি পপার বা পার্টিতে ছোট ছোট কাগজ, রঙিন পুঁতি, চুমকি জরি ছুড়ে মারার ছোট্ট নলটা আমরা খুবই পছন্দ করি। বাজারে এমন পপার কিনতে পাওয়া যায় সেগুলো অনেক সময় নষ্ট বের হয় অনেক সময় বাসার বড়রা পপার কিনে দিতে রাজি হয় না।

>>মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 01:29 PM
Updated : 28 May 2017, 01:29 PM

পার্টি পপার এত সহজ যে একবার শিখে গেলে মনে হবে এটা কেনার কী দরকার ছিল?

চলো দেখে নেই কীভাবে পার্টি পপার বানানো যায়।

যা যা লাগবে—

১। একটা বেলুন

২। কেঁচি

৩। টিস্যু পেপার রোলের ভিতরের শক্ত রোলটা

৪। জরি, পুঁতি, রঙিন কাগজের টুকরা

৫। র‍্যাপিং পেপার

৬। আঠা

যেভাবে বানাবো—

১। বেলুনের উপরের গোল অংশটা কেটে বাদ দিব। বেলুনের ফুঁ দেওয়ার অংশটায় এখন একটা বড় ছিদ্র হয়ে গেল। ছিদ্রটা টিস্যু পেপার রোলের ভিতরের শক্ত রোলটিতে পরিয়ে দিতে হবে।

২। র‍্যাপিং পেপার মাপমতো কেটে টিস্যু রোলটা পেঁচিয়ে বেলুনের অংশটা ঢেকে দিতে হবে। এ কাজে আঠা ব্যবহার করতে হবে।

৩। এখন তাহলে টিস্যু রোলের দুইটা মুখ একটায় বেলুনের ফুঁ দেওয়ার অংশটা পরানো আরেক দিকে খোলা। খোলা অংশ দিয়ে জরি, পুঁতি, রঙিন কাগজের টুকরা দিতে হবে।

৪। এইবার হবে আসল মজা। এক হাতে রোলটা ধরে আরেক হাতে নিচে বেলুনের ফুঁ দেওয়ার অংশটা ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিতে হবে। বেলুনের রাবার স্থিতিস্থাপকতার জন্য আবার উপরের দিকে ফিরে এসে রোলের মধ্যে ধাক্কা সৃষ্টি করবে। এই ধাক্কায় ভিতরে থাকা জরি, পুঁতি, রঙিন কাগজ উপরের দিকে ছিটকে উঠবে।

হয়ে গেলো আমাদের পার্টি পপার।