বেলুনের ভিতরে কয়েন

আমরা যে বাতাস দিয়ে বেলুনকে ফোলাই, সেই বেলুনের ভিতরে বাতাসের কী হয় সেটা কি আমরা কখনও ভেবে দেখেছি? চলো আজ সেই বাতাস নিয়ে মজার কিছু করি

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 11:48 AM
Updated : 4 May 2017, 11:48 AM

যা যা লাগবে--

১। বেলুন

২। কয়েন

যেভাবে করব--

১। বেলুনে বাতাস ভরার আগে বেলুনের ভিতরে বাতাস ভরে নিবো

২। এবার বেলুনটায় ভালোমতো ফু দিয়ে ফোলাতে হবে, ফুলে গেলে গিট দিয়ে দিতে হবে।

৩। এবার বেলুনটা আচ্ছা মতো গোল গোল করে ঘুড়িয়ে থামিয়ে দেই। এর পরেই হবে মজাটা। বেলুন তো থেমে যাবে, তবে কয়েন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। সঙ্গে ক্ষীণ একটা শব্দও পাওয়া যাবে।

কেন এমন হলো?

এটা কেন হলো এইটাই তো প্রশ্ন। হুম বিষয়টা খুবই সাধারণ কিন্তু। প্রথমত তো বেলুনের ভিতরে তৈরি গতি জড়তার কারণে কয়েনটি ঘুরতে থাকে। তবে কয়েন তো আর একে ঘুরে না ভিতরের বাতাসও ঘুরতে থাকে। যেহেতু বাতাসের অণুকে আমরা দেখতে পাই না তাই তাই তার ঘূর্ণি বুঝতে পারি না, তবে কয়েনের ঘূর্ণি দেখে সহজেই অণুর অবস্থা বোঝা যায়।

এখন বলি শব্দ কেন হয়? কয়েনের সঙ্গে বাতাসের অণুর ঘর্ষণ হয়, আবার বেলুনের গায়েও কয়েনের ঘর্ষণ হয়, তাই শব্দ হয়। তুমি যদি তাল লয় বুঝতে পারি তবে কিন্তু আমরা সুন্দর একটি সুরও বেলুন আর কয়েন দিয়ে তুলে ফেলতে পারবো।