বেলুনের আজ্ঞাবাহী

আচ্ছা এমন যদি হয়, পানির ধারাকে না ছুয়েই ডানে বামে সড়িয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে? ভাবছো যে এটা কীভাবে সম্ভব? আরে খুবই সম্ভব। শুধু জানা দরকার একটু বিজ্ঞান।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 02:27 AM
Updated : 19 March 2017, 02:27 AM

আমাদের যা যা লাগবে—

১। একটা ফোলানো বেলুন

২। বহমান পানির ধারা। যেমন, কলের পানি হতে পারে।

৩। মাথার চুল

যেভাবে করব—

১। আমরা প্রথমে ফোলানো বেলুন নিয়ে সেটা খুব করে মাথার চুলে ঘষবো।

২। ঘষার ফলে দেখবে আমাদের চুলই বেলুনের গায়ে লেগে লেগে যাচ্ছে। এটাকে এখন সরিয়ে নিতে হবে

৩। পানির ধারার সামনে এই বেলুনটা নিয়ে যাবো, দেখা যাবে পানির ধারা বেলুনের গা ঘেঁষে না গিয়ে একটু দূরে সরে যাচ্ছে। বেলুন নড়াচড়া করে দেখা যাবে আসলেই পানির ধারা বেলুনের থেকে দূরে দূরে চলে যাচ্ছে।

কেন এমন হলো?

কেন এমন হলো এর ব্যাখ্যা এই কাজটা করার চেয়েও সহজ। আমরা যখন বেলুন্টিকে আমাদের মাথায় ঘষেছিলাম তখন এতে কিছু চার্জ উৎপন্ন হয়। এগুলো স্থির বিদ্যুৎ হিসেবে বেলুনের গায়ে জমে থাকে। পানির ধারা চার্জও একই ধর্মী হওয়ার কারণে এটা পানির ধারাকে আকর্ষণ করে। আর আমরা একদম স্পর্শ না করে পানির ধারাকে বলতে পারি “যাও যাও দূরে যাও”।

এ পরীক্ষা যে কোনো পানির ধারায় করা যাবে তবে যদি কাজ না করে তবে বুঝতে হবে ধারাতে থাকা পানির অনুর সংখ্যা অনেক বেশি। অথবা বেলুন ঠিকভাবে ঘষা হয়নি। অর্থাৎ পানির চার্জ যদি বেঈশ হয় অথবা বেলুনের চার্জ কম থাকে তবে দুইটার আপেক্ষিক শক্তির তারতম্য হবে। ফলে সাধারণভাবেই বেলুনের গা ঘেঁষে পানি পরবে।