প্লেট ভাসে বাতাসে

আমরা আজকে মজার একটা বৈজ্ঞানিক পরীক্ষা করবো। পরীক্ষাটি হলো স্থির বিদ্যুতের তবে এর ফলাফল খুবই মজার। স্থির বিদ্যুৎ ব্যবহার করে আমরা একটা প্লেটকে বাতাসে ভাসিয়ে রাখতে পারবো।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 08:22 AM
Updated : 20 Feb 2017, 08:22 AM

পরীক্ষাটি করতে আমাদের যা যা লাগবে—

১। স্টাইরোফোম (styrofoam ) প্লেট ২টি ( ফোমের ডিসপসিবল থালা)

২। শুকনা কাপড় ১টি

যেভাবে করবো—

১। করার কাজটা খুব সহজ। প্রথমে স্টাইরোফোমের প্লেট দুটির পিছনে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। বিষয়টা কিন্তু শুধু মুছে নেওয়ার না। কাপড়টা ভালো করে প্লেটগুলোয় ঘষে নিতে হবে।

২। এইবার একটা প্লেট উল্টো করে নিচে রেখে অন্য প্লেটটি উপরে বসানোর চেষ্টা করতে হবে। দেখা যাবে উপরের প্লেটটি উড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। যতই চেষ্টা করা হোক না কেন প্লেট কিছুতেই নিচে বসবে না। বার বার উপরে উঠে আসবে।

কেন এমন হলো?

আমরা যখন স্টাইরো ফোমের প্লেটগুলোর পিছনে কাপড় দিয়ে ঘষা দিয়েছি তখন প্লেটটির গায়ে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এই বিদ্যুৎ-এর চার্জ ঋণাত্মক। এখন উভয় প্লেটের নিচেই ঋণাত্মক চার্জ উৎপন্ন হওয়ায় একটি প্লেট অপর প্লেটকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণের ফলে উপরের প্লেটটি উড়ে উপরের দিকে চলে যাচ্ছে।

মজার না পরীক্ষাটি?