চরকি ঘুরে হাওয়ায়

বসন্ত তো এলো বলে একটু বসন্তের সাজে ঘর বাড়ি না সাজালে কেমন হয় বলো দেখি! আজকে আমরা শিখবো কীভাবে সহজেই কাগজ দিয়ে চরকি বানিয়ে ফেলা যায়।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 10:38 AM
Updated : 12 Feb 2017, 10:38 AM

আমাদের যা যা লাগবে—

১। একটা কাঠ-পেনসিল (পেছনে ই-রেজার থাকলে ভালো হবে)

২। একটা বোর্ড পিন

৩। কাঁচি

৪। রুলার

যেভাবে করব—

কাগজের চরকি বানানো এত সহজ তা আর বলতে নেই। ধাপগুলো মেনে করলে চট করেই একটা কাগজের চরকি বানিয়ে ফেলা যাবে।

১। প্রথমেই একটা বর্গাকৃতির কাগজ নিবো। বর্গাকৃতির কাগজ মানে মনে আছে তো? যে চারকোণা কাগজের সব বাহু সমান হবে।

২। এবার কাগজটার কর্ণ রুলার ধরে সোজা দাগ কাটব ঠিক ছবির মতো।

৩। এইবার মূল কাজটা করতে হবে। কর্ণের দাগ বরাবর চারটি কোনা থেকে ছবির মতো করে অর্ধেক দাগ পর্যন্ত কেটে দিবো।

৪। ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে মধ্যে একটা ফুটো করব আর ৪ প্রান্তে চারটা তারপর প্রান্তগুলো ভাজ করে মধ্যে এনে বোর্ড পিন ঢুকিয়ে সেটা পেনসিলের ই-রেজার অংশে গেঁথে দিবো।

৫। বোর্ড পিন ইরেজারে গাঁথার সময় একটু জায়গা রাখতে পারো, তাহলে চরকি ঘুরার জায়গা পাবে।

দারুণ! হয়ে গিয়েছে আমাদের চরকি। এখন যদি বাতাসের সামনে এটাকে নেওয়া হয় তবে খুবই সুন্দর করে এটা বাতাসে ঘুরবে। জানালার সামনে অনেকগুলো চরকি বানিয়ে রেখে দাও দেখবে বসন্তের বাতাসে কী সুন্দর করে চরকিগুলো ঘুরে