কাঠবিড়ালী চাও?

কাঠবিড়ালি তো পেয়ারা চায়, তুমি কি সেই কাঠবিড়ালিকে আঁকতে চাও?

আজিজি ফাওমি খানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 07:10 AM
Updated : 6 Oct 2016, 00:13 AM

কাজী নজরুলের খুকী ও কাঠবিড়ালী কবিতার কাঠবিড়ালীটিকে তোমরা সবাই চিনো। সেই যে মহা পেটুক কাঠবিড়ালীটি যে পেয়ারা খায়, গুড়-মুড়ি খায়, দুধ-ভাত খায়,  বাতাবি নেবু, লাউও।

বেড়াল-বাচ্চা, কুকুর-ছানা এদেরও খেতে চায়! কী ভীষণ পেটুক রে বাবা! সেই সবও আবার সে একা একাই খায়। খুকীকে দেওয়ার নামও নেয় না। সেই দুষ্টু কাঠবিড়ালীটিকেই আজকে আমরা আঁকবো। চলো ঝটপট দেখে নেই কাঠবিড়ালী আঁকতে আমাদের কী কী লাগবে!

যা যা লাগবে—

১। সাদা কাগজ

২। পেনসিল

৩। শার্পনার

৪। ইরেজার

৫। রঙ

যেভাবে আঁকবো--

ধাপ ১- চিত্র ১ লক্ষ্য করি। ঠিক এভাবে কাঠবিড়ালির মুখ আঁকি।

ধাপ ২- চিত্র ২ এর মত করে কাঠবিড়ালিটির হাতের আকৃতি আঁকি।

ধাপ ৩- চিত্র ৩ এর মত করে কাঠবিড়ালির পায়ের আকৃতি আঁকি।

ধাপ ৪- চিত্র ৪ এর মত করে কাঠবিড়ালিটির শরীরের আকৃতি এঁকে ফেলি।

ধাপ ৫- চিত্র ৫ এর মত করে কাঠবিড়ালিটির দুটি পায়ের আকৃতি আঁকি।

ধাপ ৬- এবার আঁকি কাঠবিড়ালিটির কান।

ধাপ ৭- এবার কাঠবিড়ালিটির পিঠের নিচের দিক থেকে লেজ আঁকি।

ধাপ ৮- এবার চোখ আর মুখ এঁকে ফেললেই হয়ে গেল আমাদের কাঠবিড়ালি আঁকা।

এখন কাঠবিড়ালিটিকে রঙ করার পালা। আমাদের কাঠবিড়ালির রঙ খয়েরী। তোমাদের কাঠবিড়ালির রঙ কী?