গরু আঁকা শিখি

কোরবানির ঈদ তো গেলোই এখন শুধু কি খাওয়া দাওয়া হবে? ছুটিতে চলো আমরা বরং গরু আঁকাও শিখে ফেলি। গরু আঁকার কথা শুনে আবার ভয় পেয়ো না। গরু দেখতে যতো জটিল আঁকতে তত জটিল নয়। ধাপে ধাপে আকা শিখলে তুমি নিজেই অবাক হবে। ভাববে, আরে! গরু আঁকা এত সহজ!

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2015, 06:20 AM
Updated : 6 Oct 2016, 00:13 AM

আমাদের যা যা লাগবে—

১। কাগজ

২। পেনসিল

৩। ইরেজার

৪। সার্পনার

৫। রঙ

যেভাবে আঁকবো—

১। একটা আয়তক্ষেত্র আঁকবো। আয়তক্ষেত্রটি একটু উপরের দিকে মাথা তোলা হবে এবং এর কিনারা গুলো কোণাকার না রেখে একটু গোল করে দিবো ঠিক ছবির মতো।

২। প্রথম আয়তক্ষেত্রের উপরের মাথায় আরেকটি আয়তক্ষেত্র আঁকবো। এ আয়তক্ষেত্রটি প্রথমটির থেকে ছোট হবে এবং আগেরটি আড়াআড়ি ছিলো, ছোটটি লম্বালম্বি হবে।

৩। ছোট আয়তক্ষেত্রটি হচ্ছে গরুর মাথা। এর মাঝ বরাবর আড়াআড়ি দাগ দিয়ে নিচের দিকে দুটো বিন্দু এঁকে দিবো। হয়ে গেল গরুর নাক।

৪। এবার গরুর কান আঁকার পালা। গরুর কান ত্রিভুজের মতো হয়। মাথার দুইপাশে দুটি ত্রিভুজ এঁকে দিলেই হয়ে যাবে কান। প্রতিটি কানের ঠিক উপরে আবার দুটি বাঁকানো ত্রিভুজ আঁকবো যে গুলো হবে গরুর শিং।

৫। গরুর চোখ আকা খুবই সহজ। দুইটি বড় বৃত্তের মধ্যে কালো গোলক এঁকে দিতেই হয়ে যাবে চোখ।

৬। গরুর পা হবে ইংরেজি W অক্ষরের মতো শুধু W টিকে একটু কায়দা করে আঁকবো নিচের আড়াআড়ি দাগ দিয়ে ক্ষুর আলাদা করবো। গরুর পিছনের দিকে লম্বা লেজ হবে লেজের নিচে একটু চুলের মতো লেজ দিতে ভোলা যাবে না।

৭। হয়ে গিয়েছে আমাদের গরু। আমাদের গরুটির রঙ ছিলো লাল, তাই আমাদের গরুটিও লাল। তমরা চাইলে তোমাদের পছন্দ মতো এক বা একাধিক রঙে গরুটিকে রঙ করে নিতে পারো।

হয়ে গেলো আমাদের সহজ গরু আঁকা শিক্ষা।