হাসি খুশি মাছ

কয়দিনের বৃষ্টিতে নদী নালা কেমন ভরে উঠেছে দেখেছো? বর্ষার শেষে এমনিই জলাশয়গুলো সব টইটুম্বুর ছিলো তার উপর এই নতুন পানি। এত পানিতে মাছেরা নিশ্চয়ই খুব মজায় আছে! নতুন পানিতে পানি ছিটিয়ে খুব খেলাধুলা করছে। আমরা আজকে সেরকম একটি হাসিখুশি রঙিন মাছ আঁকবো।

>> আজিজি ফাওমি খানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2015, 01:35 PM
Updated : 6 Oct 2016, 00:12 AM

যা যা লাগবে—

১। পেনসিল

২। ইরেজার

৩। সার্পনার

৪। কাগজ

৫। রঙ

যেভাবে আঁকবো--

ধাপ ১- প্রথমে আমরা পেট মোটা একটা ডিম আঁকবো।

ধাপ ২- এবার ডিমের একপাশে চোখ আঁকার জন্য একটা ছোট বৃত্ত আঁকবো। হয়ে গেল আমাদের মাছটির শরীর।

ধাপ ৩- এবার উপরের অংশে মাছের উপরের পাখনা আঁকি। পাখনাটা একটা ত্রিভুজের মতো কিন্তু সামান্য বাঁকানো।

ধাপ ৪- এরপর নিচের অংশে ঠিক একই রকমের আরেকটি পাখনা আঁকি।

ধাপ ৫- এবার আঁকবো মাছটির লেজ। লেজটি আঁকা খুবই সোজা একটা ইংরেজি M আঁকতে হবে, তবে এর দুইটি প্রান্ত এক বিন্দুতে মিলিয়ে দিতে হবে। হয়ে যাবে মাছের লেজ।

ধাপ ৬- এবার মাছটির চোখের মণি আঁকি। আগে যে চোখের বৃত্তটি এঁকেছিলাম তার ভিতরে একটি কালো গোলক আঁকলেই হয়ে যাবে মাছের চোখ।

ধাপ ৭- এবার মাছটির ঠোঁট আঁকবো। আমাদের মাছটি হাসছে, তাই ঠোঁটটা একটু বাঁকানো।

ধাপ ৮- এবার মাছটির গায়ে নকশা আর লেজের ভাঁজ আঁকি। ব্যস, হয়ে গেল আমাদের মাছ আঁকা।

এখন রঙ করার পালা সমুদ্রের বাসিন্দা এই মাছটিকে। এটি একটি ক্লাউন ফিস। তাই এটির রঙ হলুদ ও কমলা। তোমাদের মাছের রঙ কি?