খাঁদু-দাদু

অ-মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খাঁদা নাকে নাচ্ছে ন্যাদা- নাক্ ডেঙাডেং ড্যাং!

কাজী নজরুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 06:52 AM
Updated : 6 Oct 2016, 12:39 PM

ওঁর নাকটাকে কে ক’রল খ্যাঁদা র‍্যাঁদা বুলিয়ে?
চামচিকে-ছা ব’সে যেন ন্যাজুড় ঝুলিয়ে!
বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং!
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

ওঁর খ্যাঁদা নাকের ছেঁদা দিয়ে টুকি কে দেয় ‘টু’!
ছোড়দি’ বলে সর্দি ওটা, এ রাম! ওয়াক্! থু:!
কাছিম যেন উপুড় হ’য়ে ছড়িয়ে আছেন ঠ্যাং,
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

দাদু বুঝি চীনাম্যান্ মা, নাম বুঝি চাং চু?
তাই বুঝি ওঁর মুখটা অমন চ্যাপ্টা সুধাংশু!
জাপান দেশের নোটীশ উনি নাকে এঁটেছেন!
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

দাদুর নাকি ছিল না মা অমন বাদুড়-নাক,
ঘুম দিলে ঐ চ্যাপ্টা নাকেই বাজতো সাতটা শাঁখ,
দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন!
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেঁজির ছা
দাড়ির জালে প’ড়ে যাদুর আঁটকে গেছে গা,
বিল্লি-বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন!
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

দিদিমা কি দাদুর নাকে টাঙতে ‘আলমা নাক্’
গজাল ঠুঁকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁখ?
মুচি এসে দাদুর আমার নাক করেছে ‘ট্যান্’!
অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং ড্যাং!

বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে,
সেথায় নিয়ে চল দাদু দেখন-হাসিকে।
সেথায় গিয়ে করুন দাদু গরুড় দেবের ধ্যান,
খাঁদু-দাদু নাকু হবেন, নাক ডেঙাডেং ড্যাং!