বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 08:04 AM
Updated : 2 Sept 2015, 08:04 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। বেলা একটা পর্যন্তও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

বৃষ্টির মধ্যেও স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন স্কুলের অনেক শিক্ষার্থী। বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের অনেকের সঙ্গে কথা বলেন, অটোগ্রাফ দেন, ছবি তোলেন।

পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। বিকেএসপির চার নম্বর মাঠে ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। প্রথম খেলা সকাল সাড়ে নয়টায় ও পরেরটি বেলা দেড়টায় শুরু হবে।

শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এর আগে সকাল সাড়ে দশটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আয়োজিত পাঁচ জাতি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।