১৮ বছর বয়সীদের শুক্রাণু হিমায়িত করার প্রস্তাব

যুক্তরাজ্যে ১৮ বছর বয়সী তরুণদের শুক্রাণু সংগ্রহ করে পরবর্তী জীবনে ব্যবহারের জন্য তা স্পার্ম ব্যাংকে হিমায়িত করে রাখার প্রস্তাব করেছেন এক বিশেষজ্ঞ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 05:39 PM
Updated : 29 June 2015, 05:39 PM

এর মাধ্যমে বেশি বয়সে সন্তানের বাবা হওয়ার ক্ষেত্রে যেসব ঝুঁকি রয়েছে তা এড়ানো সম্ভব বলে মনে করেন ওই বিশেষজ্ঞ।

স্কটল্যান্ডে ডান্ডির এ্যাবারটে বিশ্ববিদ্যালয়ের ড. কেভিন স্মিথ বলছেন, পুরুষদের বেশি বয়স হয়ে গেলে তাদের বাবা হওয়ার পথে অনেক ঝুঁকি ও অনিশ্চয়তা দেখা দেয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণু ত্রুটিপূর্ণ হয়ে পড়তে থাকে। এর ফলে অনাগত শিশুর অটিজম, সিজোফ্রেনিয়াসহ আরও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আর তাই স্মিথের মতে, “ন্যাশনাল হেল্থ সার্ভিসের (এনএইচএস) আওতায় স্পার্ম-ব্যাংকিং সবার জন্য ‘নিয়মে পরিণত করা উচিৎ।”

তবে ব্রিটিশ ফার্টিলিটি সোসাইটির মতে, এ ধরনের কোন ব্যবস্থা গ্রহণ করা হলে ‘জন্মদান প্রক্রিয়া খুবই কৃত্রিম হয়ে যাবে’।

এজন্য তারা যুক্তরাজ্য সরকারকে এমন উদ্যোগ নিতে বলেছে যার মাধ্যমে তরুণ দম্পতিরা কাজ এবং সন্তান পালন একসঙ্গে করতে পারে।

যুক্তরাজ্যে বাবা হওয়ার গড় বয়স বেড়ে গেছে। ৯০এর দশকে যেখানে গড় বয়স ছিল ৩১, এখন সেটা বেড়ে ৩৩ হয়েছে।

গবেষণাপত্রে স্মিথ বলেন, পিতার বেশি বয়সের কারণে যদি সন্তানের অসুস্থ হওয়ার ঝুঁকি খুব সামন্যও বাড়ে এবং গোটা দেশের কথা যদি বিবেচনা করা হয় তবে তার প্রভাব বড়ই হবে।

বিবিসি’কে তিনি বলেন, “আমি পুরো সমাজকে বিবেচনায় নিয়ে বিষয়টি চিন্তা করেছি। বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত। এটি খুবই বাস্তব এবং প্রকাশ্য প্রভাব।”

“পিতৃত্বের বয়সের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা কারার সময় হয়েছে। এটি আমাদের পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব ফেলবে।”

এর সমাধান হিসেবে এনএইচএস’এর আওতায় সবার জন্য স্পার্ম ব্যাংকিং বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন তিনি। যাতে বয়স বেড়ে যাওয়ার পর ওই স্পার্ম ব্যবহার করা যায়।

স্মিথ বলেন, কখন একজন ‘বয়স্ক বাবায়’ পরিণত হবে তা বলা কঠিন। স্মিথ বলেন, বেশি বয়েসে বাবা হওয়া অসম্ভব নয়, কিন্তু এর ঝুঁকি আছে। তা ঠেকাতে ভবিষ্যতে স্পার্ম ব্যাংকই হয়ত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। ৪০ বছর পেরোনোর পর পুরুষরা স্পার্ম ব্যাংকের দ্বারস্থ হতে পারে।

১৮ বছর বা তার কাছাকাছি বয়সের শুক্রাণু সংগ্রহ করে তা হিমায়িত করাই ভাল বলে মনে করেন তিনি।

ব্যক্তিগতভাবে শুক্রাণু হিমায়িত করতে প্রতি বছর ১৫০ থেকে ২০০ পাউন্ড খরচ করতে হয়। এনএইচএস’ এর আওতায়  তা হলে খরচ আরো কমে আসবে।