বায়ু দূষণে বাড়ে উদ্বেগ, স্ট্রোকের ঝুঁকি

বায়ু দূষণের কারণে উন্নয়নশীল দেশগুলোতে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। অন্য এক গবেষণায় বায়ু দূষণের সঙ্গে উদ্বেগ বাড়ার যোগসাজশ খুঁজে পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 03:43 PM
Updated : 25 March 2015, 03:43 PM

নিয়মানুগ পর্যালোচনা ও মেটা-বিশ্লেষণ করে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেন, কোন স্থানে স্বল্প মেয়াদে বায়ু দূষণ এবং ওই এলাকার জনগণের স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মধ্যে সম্পর্ক রয়েছে।

বিশ্বের ২৮টি দেশের মোট ১০৩টি এলাকার ওপর এই গবেষণা চালানো হয়। সেখানে দেখা গেছে, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে স্ট্রোক সম্পর্কিত কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মধ্যে সম্পর্ক পাওয়া গেছে।

গবেষকদের মতে, উন্নত দেশের তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জনগণের জন্য এ ঝুঁকি বেশি।

“এ গবেষণা ফলফল থেকেই বোঝা যাচ্ছে, ভীষণভাবে দূষিত এলাকাগুলোর বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

জন হপকিন্স ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দ্বিতীয় গবেষণাটি চালান এবং বায়ু দূষণের সঙ্গে উদ্বেগ বৃদ্ধির যোগ খুঁজে পান।

দূষিত বায়ুতে মিশে থাকা নানা ক্ষতিকারক উপাদানের কারণে উদ্বেগ বাড়তে পারে। গবেষকরা দেখেছেন, বায়ুতে পিএম২.৫ এর উপস্থিতি উদ্বেগ সৃষ্টির জন্য বিশেষভাবে দায়ী।