ক্যাম্বোডিয়ার গ্রামে গণহারে ছড়িয়েছে এইডস

ক্যাম্বোডিয়ার বাটামবাঙ প্রদেশে রোকা সম্প্রদায়ের একটি গ্রামে ১৬০ জনেরও বেশি মানুষের দেহে এইচআইভি/এইডস সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আইএএনএস/বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 04:16 PM
Updated : 25 Dec 2014, 04:16 PM

রোকা সম্প্রদায়ের উপ-প্রধান কর্মকর্তা সোয়েউম চোম বলেছেন, “তিনটি গ্রামে এ এইডস সংক্রমণ দেখা দিয়েছে”।

সিনহুয়া বার্তা সংস্থা জানায়, ইয়েম চ্রিন নামের লাইসেন্সবিহীন এক ডাক্তার অবৈধভাবে দূষিত সূচ এবং বিভিন্ন রোগীর চিকিৎসায় একই সিরিঞ্জ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা।

সিনহুয়াকে টেলিফোনে চোম বলেন, “রোকা গ্রামে ১৪৩ জনের দেহে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে। আমবেঙ তঙ্গে গ্রামে আক্রান্ত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। আর তাহেন মুয়োয়ি গ্রামে ২ শিশু এইডস আক্রান্ত হয়েছে”।

তিনি জানান, সংক্রমণের শিকার হওয়া প্রত্যেকেই সন্দেহভাজন ওই ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিয়েছে।

ইয়েমকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। সোমবার তার বিরুদ্ধে অভিযোগ এনেছে বাটামবাঙ প্রাদেশিক আদালত। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আদালতের কৌসুলি নুয়োন সান বলেছেন, আমরা তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এইচআইভি ছড়ানো, বর্বরোচিতভাবে প্রাণসংহারী তৎপরতা চালানো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে লাইসেন্স নেয়া ছাড়াই ডাক্তারি চালিয়ে যাওয়ার অভিযোগ এনেছি।