যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণ কমেছে

যুক্তরাষ্ট্রে এক দশকে এইডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাস সংক্রমণ এক তৃতীয়াংশ কমেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 04:33 PM
Updated : 20 July 2014, 05:15 PM

বিবিসি’র খবরে বলা হয়, দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।

২০০২ সালে প্রতি লাখে ২৪ জন এইডস রোগী পাওয়া গেলেও ২০১১ সালে তা কমে ১৬ জনে দাঁড়িয়েছে।

তবে ২৪ থেকে ৪৫ বছর বয়সী সমকামী ও উভকামীদের মধ্যে এইডস সংক্রমণের হার বেড়েছে বলে জানতে পেরেছেন গবেষকরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে তিন কোটি পঞ্চাশ লাখ মানুষ এইচআইভি ভাইরাস বা এইডসে আক্রান্ত। এদের ১০ লাখেরই বাস যুক্তরাষ্ট্রে।

২০০২ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে চার লাখ ৯৩ হাজার এইডস রোগী চিহ্নিত করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

তবে সমকামী ও উভকামীদের মধ্যে এইডস আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের রোগনির্ণয় ও নিয়ন্ত্রণ কেন্দ্র দেশের ১৩ থেকে ৬৪ বছর বয়সী সব নাগরিকের এইচআইভি পরীক্ষার পরামর্শ দিয়েছে। অপেক্ষাকৃত বয়স্ক নাগরিকের মধ্যে এ ভাইরাস আক্রান্তের হার বেশি লক্ষ্য করা গেছে।

২০০০ সালে যেখানে প্রাপ্তবয়স্কদের মধ্যে এইডস আক্রান্তের হার ছিল ৩৭ শতাংশ ২০১০ সালে তা ৪৫ শতাংশে পৌঁছেছে।