অন্ধত্ব মোচনে আরেক ধাপ

স্টেমসেলের মাধ্যমে চোখের আলোকসংবেদী কোষগুলোকে পাল্টে দিয়ে অন্ধত্ব দূর করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2013, 05:49 AM
Updated : 22 July 2013, 07:48 AM

বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি নিবন্ধের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই গবেষণাকে অন্ধত্ব নিরাময়ের পথে বড় একটি অগ্রগতি বলে মনে করছেন গবেষকরা।   

এই গবেষণায় অংশ নেয়া লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের চিকিৎসকরা জানান, মানব চোখের রেটিনার ‘ফটোরিসেপটার’ সেলগুলো আলোতে সাড়া দিয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। তা থেকেই মস্তিষ্কে দেখার অনুভূতি তৈরি হয়। নানা কারণে এই কোষগুলো মারা যেতে পারে, তৈরি হতে পারে অন্ধত্ব।    

বিজ্ঞানীরা আগেই দেখতে পেয়েছেন, মানুষের চোখের কিছু কোষ স্টেম সেলের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব, যার ফলে ফটো রিসেপটরগুলো আবার সজীব হয়ে উঠতে পারে। 

আর লন্ডনের গবেষকরা এবার ঈঁদুরের ওপর গবেষণায় দেখিয়েছেন, স্টেম সেল ব্যবহার করে রিসেপটরগুলোই বদলে দেয়া সম্ভব।  

এই গবেষক দলের প্রধান, অধ্যাপক রবিন আলী বিবিসিকে বলেন, “ইঁদুরের ওপর গবেষণা করে আমরা নিশ্চিত, ফটোরিসেপটর প্রতিস্থাপন সম্ভব। মানুষের চোখে তা কীভাবে সম্ভব করা যায়, তারও একটি পথ আমরা খুঁজে পেয়েছি।”