রাতের পালায় কাজ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

তিন হাজারেরও বেশি নারীর উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, রাতের পালায় যারা কাজ করেন তাদের ডিম্বাশয়ে আগাম ক্যান্সার হওয়ার ঝুঁকি অফিসের স্বাভাবিক সময়ে যারা কাজ করেন তাদের চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি।

সূত্র: বিবিসিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2013, 09:50 AM
Updated : 18 March 2013, 09:53 AM

ঘুমের হরমোন মেলাটোনিন এ ব্যাঘাত ঘটাকেই এর একটি সম্ভাব্য কারণ হিসাবে দেখছেন গবেষকরা।

তবে এর অন্য অনেক কারণ থাকতে পারে এবং এ ব্যাপারে জানতে আরো গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পালা বদলের কাজের সঙ্গে স্তন ক্যান্সারের যোগসূত্রের পূর্ববর্তী একটি গবেষণার পর নতুন এ গবেষণাটি করা হয়েছে।

আগের গবেষণায় ‘দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যান্সার রিসার্চ’ পালা বদলের কাজের কারণে স্বাভাবিক দেহঘড়ি ব্যাহত হওয়াকে ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসাবে চিহ্নিত করেছিল।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ১,১০১ জন নারী রাত্রীকালীন কাজের ফলে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। ৩৮৯ জন এ ক্যান্সার আক্রান্ত হওয়ার দ্বারপ্রান্তে কিংবা আগেভাগেই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

সামগ্রিকভাবে জটিল আকার ধারণ করা এক চতুর্থাংশ ক্যান্সার রোগী বলেছে, তারা রাতের পালায় কাজ করেছে।

উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, দিনে যারা কাজ করেন তাদের চাইতে রাতে যারা কাজ করেন তাদের ক্যান্সারের জটিলতায় ভোগার আশঙ্কা ৪৯ শতাংশ বেশি এবং আগাম ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৪ শতাংশ বেশি।

৫০ এর বেশি বয়ষ্ক নারীদের উপর এ গবেষণাটি পরিচালনা করা হয়েছে।

তবে গবেষণায় এও দেখা গেছে যে, দীর্ঘদিন ধরে যারা রাতের পালায় কাজ করেন, তারা এতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমে যায়।এদেরকে রাতে ‘পেঁচা’র সঙ্গে তুলনা করেছেন গবেষকরা।