স্বাস্থ্য অধিদপ্তরের দুই পরিচালককে অপসারণ

ডেন্টাল ছাত্র ও চিকিৎসকদের আন্দোলনের মুখে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দুই পরিচালককে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2013, 12:16 PM
Updated : 3 Feb 2013, 12:16 PM

পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক শাহ আব্দুল লতিফকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরিচালক (ডেন্টাল) অধ্যাপক মোহাম্মদ ফারুককে রংপুর ডেন্টাল কলেজে বদলি করা হয়েছে।

এছাড়া সহকারী পরিচালক ডা. নজরুল ইসলামকে বরিশাল বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিন ধরে স্বাস্থ্য ভবন ঘেরাও করে প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেয়া হলো।”

ডেন্টাল টেকনোলজির ছাত্রদের দাবিতে সাড়া দিয়ে ব্যাচেলর অব সায়েন্স ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিকে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন ডেন্টিস্ট্রি’ নামকরণ করার জন্য অধ্যাপক লতিফ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি দেয়।

এর প্রতিবাদে ডেন্টাল কলেজগুলোর ছাত্র ও ডেন্টাল চিকিৎসকরা গত কয়েকদিন ধরে দেশজুড়ে বিক্ষোভ করছে।

এই প্রতিবাদের জের ধরে গত ৩০ জানুয়ারি ওই পরিচালক চিঠিটি প্রত্যাহার করে নেন।

কিন্তু জ্যেষ্ঠ চিকিৎসকরাসহ ডেন্টাল ছাত্ররা রোববার স্বাস্থ্য ভবন ঘেরাও করে এবং ওই দুই পরিচালকের শাস্তি দাবি করে।

সিফায়েত উল্লাহ বলেন, “আমরা সময় চেয়েছিলাম। কিন্তু তারা সিদ্ধান্ত না পেয়ে নড়তে রাজি ছিল না। বাধ্য হয়ে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।”

তবে চিকিৎসা শিক্ষা পরিচালকের কাছ থেকে জারি করা ওই চিঠির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।