ভারতে সোয়াইন ফ্লুতে ১ হাজার ৯৪ জনের মৃত্যু

ভারতে এ বছর সোয়াইন ফ্লুতে ১০৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত বছরের তুলনায় যা প্রায় চারগুণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 01:54 PM
Updated : 28 August 2017, 01:54 PM

এর মধ্যে গত তিন সপ্তাহে মারা গেছে ৩৪২ জন।

ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত আট মাসে ভারতে ২২ হাজার ১৮৬ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন।

ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যানুযায়ী, পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে সোয়াইন ফ্লু সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করেছে। যেখানে এরই মধ্যে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে।

এরপরেই আছে প্রতিবেশী গুজরাট; সেখানে ২৯৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০১৫ সালে ভারতে সোয়াইন ফ্লু ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়ে। ওই বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯০০ জনের বেশি মানুষ মারা যায়।

গত বছর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও (১৭৮৬ জন আক্রান্ত হয় এবং ২৬৫ জন মারা যায়) এ বছর আবারও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

২০০৯-২০১০ সালে ভারতে সোয়াইন ফ্লু সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করেছিল। ওই সময় প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল এবং দুই হাজার ৭০০ জনের মৃত্যু হয়।