চোখ থেকে বের হল ২৭টি কন্ট্যাক্ট লেন্স!

যুক্তরাজ্যে ছানি অপারেশন করতে গিয়ে এক নারীর চোখ থেকে বের হয়েছে ২৭টি কন্ট্যাক্ট লেন্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 05:28 PM
Updated : 18 July 2017, 05:28 PM

চোখে 'ছানি' পড়েছে ভেবে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন ৬৭ বছরের ওই নারী। তখনই পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তার।

এরপরই চোখে আটকে থাকা কনট্যাক্ট লেন্সগুলো বের করেন চিকিৎসক। প্রথমে ১৭ টি কনট্যাক্ট লেন্স দেখা গেলেও আরও ভালভাবে পরীক্ষা পর দেখা যায় সংখ্যাটি আসলে ২৭।

সিএনএন জানায়, গত ৩৫ বছর ধরে ওই নারী 'মান্থলি ডিসপোজেবল' কনট্যাক্ট লেন্স ব্যবহার করে আসছেন। কিন্তু এতগুলো লেন্স কতদিন ধরে তার চোখে আটকেছে তা ষ্পষ্ট নয়।

কোনও সময় চোখ থেকে কনট্যাক্ট লেন্স বের করতে চাইলে তিনি সেটি খুঁজে পেতেন না বলে চিকিৎসকদের জানিয়েছিলেন। তখন তার কাছে মনে হত এটি হয়ত কোথাও পড়ে গেছে।

কিন্তু ওই লেন্সগুলো আসলে চোখের ভেতর একটির সঙ্গে আরেকটি আটকে থেকেছে বলে জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ রুপাল মোরজারিয়া।

এভাবে লেন্স জমে থাকার কারণে ওই নারী ডান চোখে কম দেখতে পেতেন। কিন্তু তারপরও তার বাম চোখটি ভালই ছিল।

ইংল্যান্ডের সোলিহাল হাসপাতালে ৬৭ বছরের ওই বৃদ্ধার চোখের চিকিৎসার পর মোরজারিয়া বলেন,‘‘এমন ঘটনা আমরা আগে কখনও দেখিনি।”

তাছাড়া, চোখে এতগুলো লেন্স থাকলে প্রচুর অস্বস্তি হওয়ার কথা। কিন্তু রোগী কিছুই বুঝতে পারেননি- এটিও আশ্চর্যজনক বলে জানান মোরজারিয়া।