সরকারি উদ্যোগে যুক্ত হচ্ছে নতুন দুই টিকা

বাংলাদেশে সরকারিভাবে শিশুদের যেসব টিকা দেওয়া হয়, সেগুলোর সঙ্গে নতুন দুটি টিকা যুক্ত হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 06:51 PM
Updated : 23 April 2017, 06:51 PM

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ২০১৮ সাল থেকে রোটা ভাইরাস ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাও শিশুদের দেওয়া হবে। রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়া এবং এইচপিভি টিকা জরায়ু ক্যান্সার প্রতিরোধ করে।    

আগামী ২৪ থেকে ৩০ এপ্রিল বিশ্ব ইমিউনাইজেশন সপ্তাহ সামনে রেখে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ইমিউনাইজেশন সপ্তাহ পালিত হয়। ‘জীবন রক্ষায় কাজ করে টিকা’ প্রতিপাদ্য নিয়ে এবার সপ্তাহটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার এই সপ্তাহে কোনো বিশেষ টিকা ক্যাম্পেইন হচ্ছে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

“অন্য অনেক দেশের মতো আমরা শুধু প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির কাজ করব,” বলেন তিনি।

সে সময় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে নিয়মিত টিকা দান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের তালিকা তৈরি করবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার এবং প্রকল্প সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।