গর্ভপাত নিষিদ্ধের বিরুদ্ধে পোল্যান্ডে নারীদের ধর্মঘট

পোল্যান্ডে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট করছে নারীরা। তারা কাজে যাচ্ছে না, যাচ্ছে না স্কুল কলেজেও, এমনকি করছে না ঘরের কাজও।

>>রয়টার্স
Published : 3 Oct 2016, 04:40 PM
Updated : 3 Oct 2016, 05:53 PM

রাজধানী ওয়ারশ'তে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিল করছে। তারা দিনটির নাম দিয়েছে ‘ব্ল্যাক মানডে’ বা কালো সোমবার।

পোল্যান্ডে গর্ভপাত মোটামুটিভাবে নিষিদ্ধ। কেবল কয়েকটি ক্ষেত্রে গর্ভপাত করার বিধান আছে। যেমন: গর্ভবর্তী নারীর স্বাস্থ্য ঝুঁকি থাকলে, ভ্রুণের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে কিংবা ধর্ষণের কারণে গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত করতে পারেন নারীরা।

কিন্তু প্রস্তাবিত খসড়া আইনে যে কোনও ধরনের গর্ভপাতই নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আইনটি প্রস্তাব করেছে একটি স্বতন্ত্র গোষ্ঠী। সরকার এ খসড়া আইন সমর্থন করবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। তবে প্রস্তাবিত এ কঠোর আইন নিয়ে পোল্যান্ডে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই মাঝে রাস্তায় বিক্ষোভে নেমেছে নারীরাও।

আইসল্যান্ডে ১৯৭৫ সালে পালিত সর্বাত্মক নারী ধর্মঘটের মতোই পালিত হচ্ছে এ বিক্ষোভ কর্মসূচি। দেশজুড়ে আরও অনেক স্থানেই গর্ভপাতবিরোধী বিক্ষোভ হচ্ছে।

তবে কত নারী এসব বিক্ষোভে অংশ নিচ্ছে এবং দেশটির বড় শহরগুলোর বাইরের এলাকাগুলোয় এ বিক্ষোভ কর্মসূচি কতটা পালিত হচ্ছে তা পরিষ্কার জানা যায়নি।

গর্ভপাত নিষিদ্ধের আইন পাস হলে যারা গর্ভপাত করাবেন সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড হবে। যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন, শাস্তি হবে তাদেরওে।

সমালোচকরা বলছেন, এ আইনি কড়াকড়ির ফলে কোন নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে নারীদের আইনের অপব্যবহারের শিকার হওয়ার আশংকা আছে।