অসম্পূর্ণ যমজ অপসারণে ‘সফল’ অস্ত্রোপচার বিএসএমএমইউতে

তিন মাস বয়সী এক শিশুর শরীরে লেগে থাকা তার ‘অসম্পূর্ণ যমজকে’ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2016, 02:18 PM
Updated : 20 June 2016, 02:18 PM

গত ৭ মার্চ বাগেরহাট জেলায় পেটের কাছ দিয়ে দুই পা বের হয়ে থাকা অসম্পূর্ণ যমজসহ জন্ম নেয় মোহাম্মদ আলী নামে ওই শিশু। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের যমজকে ‘প্যারাসাইটিক টুইন’ বলা হয়ে থাকে।

সোমবার ‘সফল’ অস্ত্রোপচারের মাধ্যমে অসম্পূর্ণ যমজটিকে অপসারণের পর শিশু মোহাম্মদ আলী ‘ঝুঁকিমুক্ত’ আছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

গর্ভাবস্থায় ভ্রুণ বিয়োজিত হতে দেরি হলে সাধারণত এ ধরনের ‘প্যারাসাইটিক টুইন’ হয়ে থাকে।

শিশু মোহাম্মদ আলীর শরীরে লেগে থাকা যমজটির মাথা, বুক ও দুই হাতসহ উপরের অংশ না থাকলেও দুটি পা, দুটি কিডনি, মুত্রথলি ও লিঙ্গ ছিল।