পোলিও নির্মূলে নতুন টিকা

১৫৫টি দেশে নতুন এক ধরনের পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পোলিও নির্মূলে এটি একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ বলে দাবি করেছেন স্বাস্থ্যকর্মীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2016, 01:46 PM
Updated : 17 April 2016, 01:46 PM

নতুন টিকা পোলিও ভাইরাসের বাকি দুই প্রজাতিকেও ঘায়েল করতে সক্ষম।

২০১৫ সালে সারা বিশ্বের ৭৪ টি শিশুর পোলিও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ বছর এখন পর্যন্ত ১০টি শিশু পোলিও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পোলিও আক্রান্ত সবগুলো শিশুই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক।

প্রায় এক বছর আগে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়।

আগামী দুই সপ্তাহ ধরে কয়েক হাজার মানুষ নতুন পোলিও টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মূলত উন্নয়নশীল দেশগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। তবে তালিকায় রাশিয়া ও মেক্সিকোর মতো দেশের নামও রয়েছে।

নতুন টিকাটিও মুখে খাওয়ানো হবে। তাই স্বাস্থ্যকর্মীদের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন হবে না।