জিকা ভাইরাস মোকাবেলায় সেনা নামাচ্ছে ব্রাজিল

জিকা ভাইরাস বহনকারী মশার বিরুদ্ধে লাড়াইয়ে দুই লাখ ২০ হাজার সেনা সদস্য মোতায়েন করছে ব্রাজিল সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2016, 04:39 PM
Updated : 26 Jan 2016, 04:39 PM

সেনা সদস্যরা বাড়ি বাড়ি যাবে এবং জিকা ভাইরাস বিস্তার রোধে করণীয় লেখা লিফলেট বিতরণ করবে বলে জানিয়েছে বিবিসি।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো ক্যাস্ট্রো বলেন, ১৩ ফেব্রুয়ারি থেকে সেনা সদস্যরা কাজ শুরু করবে।

জিকা ভাইরাসের সঙ্গে ছোট মস্তিষ্কের শিশু জন্মগ্রহণের সম্পর্ক থাকতে পারে আতঙ্কে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এ অবস্থাকে বলা হয় ‘মাইক্রোসেফালি’। এতে আক্রান্ত শিশুদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে ওই শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, শারীরিক বৃদ্ধি বিলম্বিত হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

এ রোগের কোনো টিকা বা চিকিৎসা নেই। জিকা ভাইরাস মোকাবেলায় ব্রাজিল পেরে উঠছেনা বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, ব্রাজিলের ইতিহাসে গণস্বাস্থ্যের জন্য হুমকির সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হচ্ছে  জিকা ভাইরাসের বিস্তার।

এডিস মশা জিকা ভাইরাস বিস্তারের জন্য দায়ী। এই মশা ডেঙ্গু রোগের ভাইরাসও বহন করে।

মন্ত্রী বলেন, এডিশ মশা বংশবিস্তার রোধে জনগণ যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তবেই শুধুমাত্র জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব।

এডিশ মশাকে ‘জনগণের এক নম্বর শত্রু’ বর্ণনা করে তিনি আরও বলেন, “ব্রাজিলের ইতিহাসে গত বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। মশার বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে যাচ্ছি।”

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)পুরো আমেরিকা মহাদেশ জুড়ে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, এরই মধ্যে ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২১টি দেশে জিকা ভাইরাস পাওয়া গেছে।

জিকা ভাইরাসে আক্রান্ত হলে মাঝারি মাত্রার জ্বর, চোখে প্রদাহ ও মাথাব্যাথা হয়।

যদিও কর্তৃপক্ষরা এর সঙ্গে অপরিণত বা ছোট মস্তিষ্কের শিশু জন্মগ্রহণ করার সম্ভাব্য সম্পর্ক থাকা নিয়ে বেশি চিন্তিত।

এ বছর ব্রাজিলে রেকর্ড সংখ্যক শিশু অপরিণত বা ছোট মস্তিষ্ক নিয়ে জন্ম গ্রহণ করেছে।

মধ্য ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের সরকার নারীদের গর্ভধারণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

গত বছর অক্টোবর থেকে ব্রাজিলে ৩৮৯৩টি শিশু ছোট মস্তিষ্ক নিয়ে জন্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে। যেখানে আগে একই সময়ে মাত্র ১৬০টি শিশু এ ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করত।