বিশ্বে মাতৃমৃত্যু হার প্রায় ৫০% কমেছে: জাতিসংঘ

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ বছরে গর্ভধারণ ও জন্মদান জনিত জটিলতায় নারী মৃত্যুর হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

>>রয়টার্স
Published : 13 Nov 2015, 03:19 PM
Updated : 13 Nov 2015, 03:19 PM

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে সারা বিশ্বে গর্ভধারণকালে বা সন্তান জন্মদানের ছয় সপ্তাহের বেশি সময় পর প্রায় তিন লাখ ৩০ হাজার নারীর মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল পাঁচ লাখ ৩২ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা বলেন, এ ফল ‘অসাধারণ অগ্রগতির’ প্রমাণ দিচ্ছে।

যদিও মাত্র নয়টি দেশ এ বিষয়ে জাতিসংঘের বেঁধে দেয়া লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। আর ৩৯টি দেশ ‘উল্লেখ করার মতো’ উন্নতি করেছে।

ডব্লিউএইচও’র জন্মদানকালীন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের সমন্বয়ক ডা. লালে সে বলেন, “এই প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের তুলনায় ২০১৫ সালে মাতৃমৃত্যু হার প্রায় ৪৪ শতাংশ কমে গেছে।”

কিন্তু এই অগ্রগতির পথ এখনও মসৃণ নয় বলে মনে করেন তিনি।

পূর্ব এশিয়ার দেশগুলোতে মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। সেখানে প্রতি এক লাখ শিশু জন্মদানের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার প্রায় ৯৫ থেকে ২৭।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ বিশ্বে মাতৃমৃত্যুর হারের অনুপাত প্রতি লাখে ৭০ এর নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।