অকাল মৃত্যুর ঝুঁকি জানা যাবে রক্ত পরীক্ষায়

একটি মাত্র রক্ত পরীক্ষাই বলে দিতে পারে একজন মানুষের অকালে মারা যাওয়ার ঝুঁকি কতটা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2015, 05:09 PM
Updated : 25 Oct 2015, 05:09 PM

বিজ্ঞানীরা বলছেন, মোটামুটি একজন স্বাস্থ্যবান মানুষ আগামী ১৪ বছরে নিউমোনিয়া কিংবা সেপসিসে মারা যাবে কিনা রক্ত পরীক্ষা করেই তা বলে দেওয়া সম্ভব।

গবেষকরা রক্তে গ্লাইকা (জিএলওয়াইসিএ) নামের একটি আণবিক উপাদান সনাক্ত করেছেন।

রক্তে এ উপাদানের উপস্থিতির ভিত্তিতেই শরীরে রোগসংক্রমণের অবস্থা জানতে পারা এবং এর মাধ্যমে সংক্রমণ জনিত কারণে অকাল মৃত্যুর ঝুঁকি কতটা রয়েছে তা আগে থেকে অনুমান করা যাবে বলে মনে করছেন গবেষকরা।

১০ হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে গবেষকরা এ তথ্য পেয়েছেন।

গবেষকদের মতে, রক্তে অধিক মাত্রায় গ্লাইকার উপস্থিতি শরীরে দীর্ঘদিন ধরে প্রদাহের ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে স্বল্পমাত্রার সংক্রমণ বা অতি সক্রিয় রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার কারণে রক্তে গ্লাইকার উপস্থিতি বেড়ে যেতে পারে।

প্রদাহ শরীরকে ধ্বংস করে দিতে পারে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল ইনউই বলেন, "বায়োমেডিকেলের গবেষক হিসেবে আমরা মানুষকে সাহায্য করতে চাই। আমরা যা চিন্তা করি শরীরে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে।"

তবে গবেষকরা বলেছেন, গ্লাইকার বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

কিভাবে প্রদাহের সঙ্গে রক্তে গ্লাইকা বেড়ে যাওয়া এবং অকাল মৃত্যু একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। "আমাদের এখনও অনেক কাজ করতে হবে।"

'সেল সিস্টেমস' জার্নালে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।