আসছে 'হ্যালো কিটি মুভি'

প্রথমবারের মত রূপালী পর্দায় ধরা দেবে জাপানী কার্টুন চরিত্র হ্যালো কিটি। ২০১৯ সালে মুক্তি পাবে 'হ্যালো কিটি মুভি'। এ তথ্য নিশ্চিত করেছে জাপানী লাইফস্টাইল কোম্পানি স্যানরিও।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 11:44 PM
Updated : 5 July 2015, 11:44 PM

'হ্যালো কিটি মুভি'র জন্য বেশ বড় মাপের বাজেট রাখছেন নির্মাতারা। সিনেমার প্রচারের খরচসহ ১৬-২৪ কোটি ডলার ব্যায় করার ইচ্ছা আছে তাদের।

১৯৭৫ সাল থেকে বিশ্বব্যাপী জনপ্রিয় এই বিড়ালছানার স্রষ্টা জাপানী ডিজাইনার ইয়োকো শিমিজু। বর্তমানে এই চরিত্রটি ডিজাইন করছেন ইয়োকো ইয়ামাগুচি। জাপানী ববটেইল জাতের বিড়ালের আদলে তৈরি হয় হ্যালো কিটি।

হ্যালো কিটির নকশায় অলংকার থেকে শুরু করে নানা ধরনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে সমাদৃত। হ্যালো কিটির উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্যানরিও।

হ্যালো কিটি নিয়ে সিনেমা নির্মাণ করবে স্যানরিও মিডিয়া অ্যান্ড পিকচার্স এন্টারটেইনমেন্ট। এর আগে হ্যালো কিটি নিয়ে অ্যানিমেটেড সিরিজ নির্মিত হয়েছে বেশ কয়েকবার। প্রথম সিরিজটি নির্মিত হয় ১৯৮৭ সালে, যার নাম ছিল 'হ্যালো কিটিস ফারি টেইল থিয়েটার'।