'তানু ওয়েডস মানু রিটার্নস'কে হারানোর পথে 'এবিসিডি টু'?

আক্শায় কুমারের 'বেবি'কে হটিয়ে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে 'এবিসিডি টু'। সিনেমাটির সামনে এখন কেবল রয়েছে, কাঙ্গানা রানাওয়াত অভিনীত 'তানু ওয়েডস মানু রিটার্নস' সিনেমাটি। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 01:27 PM
Updated : 4 July 2015, 01:27 PM

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, মুক্তির তিন সপ্তাহের মধ্যে আক্শায় কুমারের 'বেবি'কে হারিয়েছে ভারুন ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা 'এবিসিডি টু'। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া 'বেবি'র আয় সর্বমোট ৯৫ কোটি ৫৬ লাখ। 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর মুক্তির আগ পর্যন্ত সিনেমাটি ছিল বক্স-অফিসের শীর্ষে।

এবার তালিকার দুই নম্বর স্থানটিও দখল নিয়েছে 'এবিসিডি টু', ৯৭ কোটি ৪ লাখ রুপি আয় করে।

বিশ্লেষকরা ভাবছেন, তৃতীয় সপ্তাহেও ভালো ব্যবসা করবে নাচ নিয়ে নির্মিত সিনেমাটি। কারণ এর মধ্যে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলো খুব একটা সাড়া পাচ্ছে না দর্শকের কাছ থেকে। 

২০১৩ সালের সিনেমা 'এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স'-এর এই সিকুয়াল নির্মাণ করেছেন সেলিব্রিটি কোরিওগ্রাফার রেমো ডি সুজা। দর্শকের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি।