ক্রুজের বিষয়ে এ কথাগুলো জানতেন কি?

আপনি কি জানেন টম ক্রুজের আসল নাম টমাস ক্রুজ ম্যাপোদার সিক্স? 'মিশন ইম্পসিবল' তারকার ৫৩ তম জন্মদিনে জেনে নিন এমন আরও কিছু তথ্য।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 05:07 PM
Updated : 3 July 2015, 05:07 PM

১. ডিসলেক্সিয়ায় ভুগেছেন ক্রুজ। তিনি দাবী করেন, সায়েন্টোলজি তাকে এ সমস্যার মোকাবেলা করতে সাহায্য করেছে।
 

২. ছোটবেলায় ধর্মযাজক হতে চেয়েছিলেন ক্রুজ। সিনসিনাটি শহরের সেইন্ট ফ্রান্সিস সেমিনারি স্কুলে পড়ার সময় অগ্রজ শিক্ষার্থীদের দেখে এমন ইচ্ছা হয় তার।
 

৩.  ১৫ বার স্কুল বদলাতে হয়েছে ক্রুজকে।
 

৪. ছোটবেলায় একবার খেলোয়াড়ও হতে চেয়েছিলেন ক্রুজ। স্কুলে পড়ার সময় কুস্তি লড়তেন তিনি, এরপর পায়ে ব্যাথা পাওয়ার কারণে কুস্তি ছেড়ে দিতে হয় তাকে। আর তখনই স্কুলের অভিনয় দলে যোগ দেন ক্রুজ।
 

৫. জাপানে ২০০৬ সালের ১০ অক্টোবর পালন করা হয়েছিল 'টম ক্রুজ ডে'। জাপানের মেমরিয়াল ডে অ্যাসোসিয়েশনের দাবী, অন্য যে কোনো হলিউডি তারকার চেয়ে বেশি বার জাপান ভ্রমণ করেছেন ক্রুজ।
 

৬. পেশাদার সনদ পাওয়া বৈমানিক ক্রুজ। ১৯৮৬ সালে 'টপ গান' সিনেমার শুটিংয়ের সময় যোদ্ধা বৈমানিকের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ১৯৯৪ সালে বিমান চালানোর সনদই পেয়ে যান।
 

৭. সাবেক স্ত্রী কেটি হোমসের প্রতি নিজের ভালবাসা ক্রুজ প্রকাশ করেছিলেন অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে এসে। দুই মাস প্রেম করার পর আইফেল টাওয়ারের উপর এক রেস্তোরাঁয় বসে হোমসকে বিয়ের প্রস্তাব দেন ক্রুজ।
 

৮. জীবনে তিন বার বিয়ে করেছেন ক্রুজ আর তার তিনজন স্ত্রীই ছিলেন তার চেয়ে ১১ বছরের ছোট।
 

৯. ২০১২ সালের হিসেব অনুযায়ী ক্রুজ ছিলেন হলিউডের সর্বোচ্চ আয়কারী অভিনেতা। তার ২১টি সিনেমা মোট ২০ কোটি ডলার ব্যবসা করেছিল বিশ্বব্যাপী।