ফিরছে ‘টপ গান’

১৯৮৬ সালের ব্লকবাস্টার হিট অ্যাকশন সিনেমা ‘টপ গান’-এর সিকুয়াল আসছে। এবারের সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 12:41 PM
Updated : 30 June 2015, 05:20 PM

সিনেমাটির প্রযোজক ডেভিড এলিসন এ ব্যাপারে বলেন, এখনকার দুনিয়ার ড্রোন চালিত বিমানের মধ্যেই উড়বে টম ক্রুজের ম্যাভেরিক।

“জাস্টিন মার্কস এই মুহূর্তে সিনেমাটির চিত্রনাট্য লিখছেন। আজকের দুনিয়ায় যুদ্ধ বিমানের চালকদের ভাগ্যে কি ঘটে - সেটা নিয়েই লিখছেন তিনি। ম্যাভেরিকের জন্য দারুণ একটি ভূমিকা রয়েছে এবারের সিনেমায়, আর ম্যাভেরিক ছাড়া ‘টপ গান’ সম্ভব নয়। এখানে ম্যাভেরিককেই দেখা যাবে ম্যাভেরিকের ভূমিকায় অভিনয় করতে।  আমি মনে করি না, মানুষ যেমনটি আশা করছে সিনেমাটি সে রকম হবে। এবং আমরা খুবই আশাবাদী শিগগিরই সিনেমাটি তৈরি শুরু করতে পারবো।”

টনি স্কটের পরিচালনায় টম ক্রুজ মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন লেফটেনেন্ট পিট ‘মাভেরিক’ মিচেল-এর ভূমিকায়। সিনেমাটিতে আরও ছিলেন কেলি ম্যাকগিলিস, ভ্যাল কিলমার এবং অ্যান্থনি এডওয়ার্ডস। মেগ রায়ানও ছিলেন ছোট একটি চরিত্রে।

২০১০ সাল থেকেই শোনা যাচ্ছিল ‘টপ গান’-এর সিকুয়াল তৈরির কথা। তবে ২০১২ সালে নির্মাতা টনি স্কট আত্মহত্যা করলে স্তিমিত হয়ে যায় সিনেমাটি তৈরি হওয়ার সম্ভাবনা।