'জুরাসিক ওয়ার্ল্ডের'-এর ৫০ কোটির রেকর্ড

পর্দায় ফিরেই বক্স-অফিসকে যেন নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে ডায়নোসররা। মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে 'জুরাসিক ওয়ার্ল্ডর'। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে দ্রুততম সময়ে ৫০ কোটি ডলার উপার্জনের রেকর্ড গড়েছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 01:18 PM
Updated : 29 June 2015, 05:07 PM

মার্কিন চলচ্চিত্রের ইতিহাসে মাত্র পাঁচটি সিনেমা কেবল যুক্তরাষ্ট্রে ৫০ কোটি ডলার উপার্জন করতে পেরেছে। সিনেমাটি এরই মধ্যে দ্রুততম সময়ে বিশ্বব্যাপী শত কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে।

মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৪২ ডলার। সিনেমাটির মোট আয় এখন দাড়িয়েছে ১২৩ কোটি ডলারের কিছু বেশি। ফলে 'জুরাসিক ওয়ার্ল্ড' এখন সর্বকালের অষ্টম সর্বোচ্চ উপার্জনকারী সিনেমায় পরিণত হয়েছে।

টানা তিন সপ্তাহ ধরে বক্স-অফিসে শীর্ষস্থান ধরে রাখা 'জুরাসিক ওয়াল্ডর্'কে অবশ্য জোর টক্কর দিচ্ছে ডিজনির অ্যানিমেটেড সিনেমা 'ইনসাইড আউট'।

'জুরাসিক' সিরিজের চতুর্থ কিস্তিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং ভারতীয় অভিনেতা ইরফান খান।